টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, যশোর সদর, যশোর এবং সভাপতি হিলেন জনাব অনুপ দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, যশোর সদর, যশোর। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ডা. তপু কুমার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভা. প্রা.) বলেন যে, সদর উপজেলার ১৫ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে ্প্রতিটি ছাগল ও ভেড়াকে পি পি আর টিকা প্রদান করা হবে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের মোট ৪৮ জন প্রশিক্ষিত ভ্যাক্সিনেটর টিকা প্রদান ক্যাম্প পরিচালনা করবেন। ০১ অক্টোবর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত টিকা প্রদান ক্যাম্পেইন চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস